বাংলা ওয়েবসাইটে গুগোল অ্যাডসেন্স
now browsing by tag

বাংলা ওয়েবসাইটে গুগোল অ্যাডসেন্স এর বিজ্ঞাপন নিন, ব্যাপক আয় করুন
ব্লগ বা ওয়েবসাইট থেকে আয়ের অন্যতম সেরা মাধ্যম হলো গুগল অ্যাডসেন্স।পৃথিবীব্যাপী লক্ষ লক্ষ ওয়েব মাস্টার গুগোল অ্যাডসেন্সের মাধ্যমে প্রচুর টাকা আয় করছেন। তবে এক্ষেত্রে যারা সফল এবং অধিক উপার্জনকারী, তারা বেশ কিছু কৌশল অবলম্বন করে থাকেন। গুগল অ্যাডসেন্স থেকে আয়ের ক্ষেত্রে অন্যদেরকেও তারা বেশ কিছু বিষয় মেনে চলার পরামর্শ দিয়ে থাকেন। যে নিয়ম বা কৌশলগুলো মানলে অ্যাডসেন্স থেকে অনেক দীর্ঘ সময় ধরে ভালো পরিমাণ আয় করা সম্ভব।
গুগল অ্যাডসেন্সের আয় বাড়াতে এবং দীর্ঘ সময় ধরে অ্যাডসেন্স এর সাথে পার্টনারশিপ টিকিয়ে রাখতে হলে অবশ্যই কিছু সাধারণ নিয়ম বা পরামর্শ মেনে চলা জরুরী। এগুলো মেনে চললে একদিকে আয়ের পরিমান যেমন বাড়বে, তেমনি অ্যাডসেন্স বাতিল হওয়ারও সম্ভবনা কমে যাবে। কারণ অ্যাডসেন্স বাতিল হওয়ার বিষয়টিও পাবলিশারদের ভাবিয়ে তোলে।অ্যাডসেন্স বাতিল হওয়ার প্রধান কারণ হলো অ্যাডসেন্স সম্পর্কে সঠিক জ্ঞানের অভাব এবং অ্যাডসেন্স এর অপব্যবহার ইত্যাদি।
এদিকে বাংলাদেশী পাবলিশারদের জন্য একটি বড় সমস্যা হচ্ছে গুগোল অ্যাডসেন্স এর বাংলা কন্টেন্ট সাপোর্ট না করা। বাংলা কন্টেন্ট হওয়ার কারণে অনেক ভালো মানের পাবলিশারও অ্যাডসেন্স পাচ্ছেন না। ফলে তাঁদের আয়ের পরিমাণও সীমিত হয়ে পড়ছে। তবে কোন কোন পাবলিশার কিছু কলা-কৌশলে তাদের বাংলা সাইটে অ্যাডসেন্স ব্যবহার করে থাকেন। এক্ষেত্রে যে কোন মুহূর্তে অ্যাডসেন্স বাতিল হয়ে যাওয়ার অনিশ্চয়তা মাথায় ভর করে রাখে।
বাংলাদেশে গুগোল অ্যাডসেন্স এর যাবতীয় বাস্তবতার কথা বিবেচনায় রেখে “অ্যাডসেন্স আইটি” চালু করেছে “অ্যাডসেন্স পার্টনারশিপ প্রোগ্রাম”।
♦ “অ্যাডসেন্স পার্টনারশিপ প্রোগ্রাম” টি যাদের জন্য করা হয়েছেঃ
- যারা ইতোমধ্যে গুগোল অ্যাডসেন্স এর জন্য আবেদন করেছেন কিন্তু অনুমোদন পান নি
- যারা বর্তমানে অ্যাডসেন্স ব্যবহার করছেন, কিন্তু আয়ের পরিমাণ খুব কম
- যাদের সাইট বাংলা হওয়ার কারণে যে কোন সময় অ্যাডসেন্স বাতিল হয়ে যাওয়ার আশংকায় আছেন
- বাংলাদেশের যাবতীয় নামীদামী ব্লগ/নিউজ পোর্টাল, যারা অ্যাডসেন্স থেকে নিশ্চিন্তে আয় করতে চান
♦ “অ্যাডসেন্স পার্টনারশিপ প্রোগ্রাম” এর আওতায় যে যে সেবা থাকছেঃ
- আপনার ওয়েবসাইটটি কে অ্যাডসেন্স ব্যবহারের উপযোগী করে তোলা (যদিও তা বাংলা কন্টেন্ট)
- আপনার সাইটের মান/কোয়ালিটি নিশ্চিত করা
- আপনার সাইটের জন্য গুগল অ্যাডসেন্স এর অ্যাড সরবরাহ করা
- আপনার সাইটের বর্তমান ভিজিটর বাড়ানোর ব্যাপারে সঠিক পরামর্শ/সহযোগিতা দেওয়া
- আপনার সাইটের বর্তমান বিজ্ঞাপন আয় কে কয়েক গুণ বৃদ্ধি করা
- আপনার ওয়েবসাইট এবং সাইটের অ্যাড লেয়াউট অপটিমাইজ করা
- আপনার সাইট থেকে অ্যাডসেন্স এর আয় প্রতি মাসে শত ভাগ নিশ্চিত করা
- সাইট কোন কারণে অ্যাডসেন্স হতে বাতিল হয়ে থাকলে তা আবার পুনর্বহাল করা
- গুগল অ্যাডসেন্স সম্পর্কিত যাবতীয় বিষয়ে নিয়মিত পরামর্শ এবং প্রিমিয়াম সাপোর্ট প্রদান ইত্যাদি।
♦“অ্যাডসেন্স পার্টনারশিপ প্রোগ্রাম” এ অংশগ্রহণের যোগ্যতাঃ
- আপনার ভালো/মোটামুটি ভালো মানের একটি ওয়েবসাইট থাকতে হবে
- সাইটের প্রতিদিন কমপক্ষে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) ভিজিটর থাকতে হবে (বিগত এক মাসের এনালাইটিক্স রিপোর্টসহ)